ভারতে-বাঁ পায়ের হাড় ভেঙে যাওয়া রোগীর ডান পায়ে অপারেশন!

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ

বিশ্ব ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় ভয়াবহ গাফিলতির এক বিস্ময়কর অভিযোগ উঠেছে। বাঁ পায়ের হাড় ভেঙে যাওয়া এক বৃদ্ধ রোগীর অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা ভুল করে সুস্থ ডান পায়েই অপারেশন সম্পন্ন করেছেন বলে অভিযোগ উঠেছে।

গত ১৭ ডিসেম্বর মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার ৭৫ বছর বয়সী রেণু বিবি বাড়ির সিঁড়িতে পা পিছলে পড়ে যান। এতে তার বাঁ দিকের হিপ জয়েন্টে গুরুতর আঘাত লাগে এবং বাঁ পায়ের হাড় ভেঙে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে নেওয়ার পর এক্স-রে ও শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার ছাড়া বিকল্প কোনো চিকিৎসা নেই। পরিবারের সদস্যদের সম্মতি নেওয়ার পর রেণু বিবিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

কিন্তু অপারেশন শেষে ভয়াবহ ভুলটি ধরা পড়ে। রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের করার সময় পরিবারের সদস্যরা দেখতে পান, বাঁ পায়ের পরিবর্তে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর রেণু বিবি নিজেই চিৎকার করে বলেন, “ভুল হয়েছে… ভুল হয়েছে।” অভিযোগ উঠেছে, নার্স ও অপারেশন থিয়েটারের সহকারীদের উপস্থিতিতেই অর্থোপেডিক সার্জন সুস্থ ডান পায়েই অস্ত্রোপচার সম্পন্ন করেন।

ভুলটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে পুনরায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে ভাঙা বাঁ পায়ে জরুরি ভিত্তিতে ট্রাকশন দেওয়ার ব্যবস্থা করা হয়।

এদিকে হাসপাতালের কিছু কর্মকর্তা দাবি করেছেন, বৃদ্ধার দুই পায়েই চোট ছিল। তবে এই বক্তব্য মানতে নারাজ রোগীর পরিবার। তাদের প্রশ্ন, “যদি অস্ত্রোপচার করার কথা ছিল বাঁ পায়ে, তাহলে ডান পায়ে অপারেশন কেন করা হলো?”

রোগীর আত্মীয় সেলিম মালিক বলেন, “অপারেশনের আগে খালি চোখেই বোঝা যায় কোন পায়ে সমস্যা। এক্স-রে রিপোর্ট দেখার পরও এত বড় ভুল কীভাবে হতে পারে, তা আমরা কিছুতেই বুঝতে পারছি না।” তিনি এই ঘটনায় চরম ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খুলেছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অনাদি রায় চৌধুরী জানান, “এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। তবে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি বা দায়িত্বজ্ঞানহীনতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন উঠেছে এবং স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।