শনিবার হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

শনিবার সন্ধ্যায় নগরের শোলশহর বিপ্লব উদ্যান থেকে শুরু হবে কর্মসূচি, পাঁচ দফা দাবি ঘোষণা।

চট্টগ্রাম প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের প্রমুখ যুবনেতা শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২০ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর নগরের ২ নম্বর গেটের শোলশহর বিপ্লব উদ্যান থেকে মিছিলটি শুরু হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় চট্টগ্রাম মহানগর এনসিপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভারতীয় আগ্রাসনবিরোধী অগ্রনায়ক ও জুলাইয়ের কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে’ এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।

এনসিপির ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ, আওয়ামী লীগের ফান্ডদাতা সব কোম্পানির ওপর স্থগিতাদেশ, হাদি হত্যার আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নির্বাচনের আগে খুনি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কার।

বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি যুবশক্তি, শ্রমিক শক্তি ও ছাত্রশক্তির সব নেতাকর্মীকে মশাল মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় মসজিদ থেকে বের হওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল চলছে।

চট্টগ্রামে ঘোষিত এ মশাল মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।