মার্কিন মেরিন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ ফিটনেস অনুশীলন

বন্ধুত্ব ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন সিকিউরিটি গার্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণে রাজধানীতে যৌথ ফিটনেস অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই অনুশীলনে মেরিন কর্পস কমব্যাট ফিটনেস টেস্ট (সিএফটি) যৌথভাবে সম্পন্ন করা হয়।
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এই অনুশীলনের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক আস্থা এবং অপারেশনাল প্রস্তুতি আরও সুদৃঢ় হয়েছে। যৌথ অনুশীলনে স্প্রিন্ট, অ্যামুনিশন লিফট, ফায়ারম্যান ক্যারি এবং ম্যানুভার আন্ডার ফায়ারের মতো কঠোর ও চ্যালেঞ্জিং কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
এসব কার্যক্রমে উভয় বাহিনীর সদস্যরা একসঙ্গে অংশ নিয়ে শারীরিক সক্ষমতার পাশাপাশি দলগত দক্ষতা ও সমন্বয়ের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেন।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের এক প্রতিনিধি বলেন, “এই যৌথ কার্যক্রম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের প্রতিফলন। সম্মিলিত প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সেনাসদস্যদের পারস্পরিক আস্থা ও দলগত সমন্বয় আরও মজবুত হয়, যা আঞ্চলিক নিরাপত্তা জোরদারে আমাদের যৌথ অঙ্গীকারকে এগিয়ে নিয়ে যায়।”
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রয়েছে। চলতি বছর টাইগার লাইটনিং, টাইগার শার্কসহ একাধিক যৌথ সামরিক মহড়া সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ এই যৌথ ফিটনেস অনুশীলন সেই ধারাবাহিকতারই অংশ, যা দুই দেশের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতাকে আরও গভীর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্র দূতাবাস পুনর্ব্যক্ত করেছে যে, বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।





