তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বগুড়ায় প্রস্তুত হচ্ছে তাঁর বাসা

টুইট নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে বগুড়ায় তাঁর ব্যবহৃত বাসাটি প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের সূত্রাপুর এলাকার রিয়াজ কাজী লেনে অবস্থিত এই বাসা থেকে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনি প্রচারে অংশ নেবেন তারেক রহমান—এমনটাই জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু জানান, প্রায় ১৮ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনতলা ভবনটি সংস্কার করে বসবাস উপযোগী করা হচ্ছে। ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পর কারামুক্ত হয়ে তিনি লন্ডনে চলে যান। এরপর দীর্ঘদিন বাড়িটি বন্ধ থাকায় ভেতরের আসবাবপত্রসহ স্থাপনাটির অবস্থা নষ্ট হয়ে যায়।
নেতাকর্মীরা জানান, দেশে অবস্থানকালে তারেক রহমান উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচি শেষে প্রায়ই এই বাসায় রাত্রিযাপন করতেন এবং এখান থেকেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন। বিশেষ নিরাপত্তা বিবেচনায় বাড়িটির নকশা করা হয়েছিল এবং এটি তাঁর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঠিকানা হিসেবে পরিচিত।
সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি জোরদার হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।
এ প্রসঙ্গে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “তারেক রহমানের দেশে ফেরার বার্তা পাওয়ার পরই বাসাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন। বগুড়ায় এলে নিজের বাসাতেই থাকবেন—এটাই স্বাভাবিক।”
তিনি আরও জানান, মনোনয়নপত্র ঢাকায় দাখিল করা হলেও তারেক রহমান বগুড়ায় এসে এই বাসাতেই অবস্থান করবেন বলে তিনি আশাবাদী।
বাসা সংস্কারের খবরে স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেছেন। সূত্রাপুর এলাকার বাসিন্দা রুম্মান বলেন, “তারেক রহমান আগের মতোই বগুড়ায় এসে নিজের বাসায় থাকবেন—এটাই আমরা আশা করি।”
এদিকে, বগুড়া-১ (সারিয়াকান্দী–সোনাতলা) আসনের বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, “তারেক রহমান বগুড়ায় আসবেন—এই খবরে নেতাকর্মী ও সাধারণ মানুষ উৎসাহিত। তাঁর বাসা সংস্কারের বিষয়টি আমাদের জন্য আনন্দের।”






