রাজশাহীর মোহনপুরে জুবায়ের হত্যার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মিলনের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের নিহত জুবায়েরের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন জুবায়ের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। তিনি বলেন, “খুনি, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের কোনো দলীয় পরিচয় নেই। অপরাধী যে-ই হোক, তাকে আইনের মুখোমুখি করতেই হবে।”

মিলন আরও বলেন, নিহত জুবায়ের ধুরইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন এবং তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন। তার অকাল মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি অভিযোগ করে বলেন, পতিত সরকারের আমল থেকে পবা-মোহনপুর এলাকায় অবৈধ পুকুর খননের মহোৎসব চলছে, যা এখনো অব্যাহত রয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া হবে না এবং যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এডভোকেট শফিকুল হক মিলন জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই তিনি মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি এলাকাবাসীকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

জানাজায় উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, ধুরইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং নিহতের আত্মীয়স্বজন।

উল্লেখ্য, গত বুধবার (২১ বছর বয়সী) জুবায়েরকে মাটিকাটা ভেকু (এক্সকাভেটর) গাড়ির নিচে চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। নিহতের পরিবারের দাবি, এ ঘটনায় মোহনপুর উপজেলার ভীমনগর গ্রামের বকুল, রুহুল ও রুবেলসহ কয়েকজন জড়িত। ঘটনার পর মোহনপুর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান এলাকাবাসী।

এদিকে, একই দিন দুপুরে এডভোকেট শফিকুল হক মিলন মোহনপুরের কুঠিবাড়ী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বাজার প্রদক্ষিণ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। লিফলেট বিতরণকালে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।