রাজশাহীতে তারেকের পক্ষে মনোনয়ন নিলেন তৃণমূলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ মনোনয়ন ফরম উত্তোলন করেন। সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম নেয় গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে নেতাকর্মীরা সুলতানুল ইসলাম তারেকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মনোনয়ণ ফরম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজশাহী-১ আসনে মনোনয়নের ক্ষেত্রে পরিবার তন্ত্র বিবেচনায় নেওয়া হয়েছে। ৫ আগস্টের পর আবির্ভূত এক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে দিয়ে ধানের শীষের বিজয় সম্ভব নয়।
তিনি দাবি করেন, দলীয় ত্যাগ ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা বিবেচনায় প্রার্থী পরিবর্তন করে ত্যাগী নেতা এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেককে মনোনয়ন দেওয়া হোক। নয়লে স্বতন্ত্র নির্বাচন করে বিএনপি নেতাকর্মীদের দেখিয়ে দিতে চায় রাজনীতিতে পরিবার তন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীরা।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন আটজন নেতা। যাদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শরীফ উদ্দীনকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। তিনি বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই।






