নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল বৃহস্পতিবার বিকেলে শহরে শুভেচ্ছা মিছিল আয়োজন করেছে।
বিকাল ৩টায় নগরীর বাটার মোড় থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। মিছিলটি সোনাদীঘি মোড়, জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে শেষ হয়।
মিছিলে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনূল ইসলাম মিন্টু, সোহেল রানা, ঈষমাইল আলী রাহী, রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তারেক হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন ফিরোজ, রাজপাড়া থানা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হুসাইন ইসলাম তুহিনসহ মহানগর যুবদলের সকল নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মিছিলের সময় নেতাকর্মীরা বক্তব্য দেন এবং তাদের নেতা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের শুভেচ্ছা ও সমর্থন প্রকাশ করেন।