সিরাজগঞ্জের সলঙ্গায় নারীকে গাছে বেঁধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় গাছের সাথে এক নারীকে বেঁধে জোরপূর্বক জমি দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। থানার নলকা ইউনিয়নের পশ্চিম মথুরাপুর গ্রামে ঘটা এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী জুলেখা বেগম (৩৮) বাদী হয়ে ১৪ জনকে আসামী করে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পশ্চিম মথুরাপুর গ্রামের মো. আবু সাঈদের ছেলে মো. লিটন (৩০), আব্দুর রাজ্জাক (৪০), মেনহাজ আলী (২৮), তার স্ত্রী হাফিজা খাতুন (৫০), মো. ছমের আলী শেখের ছেলে বাবু মিয়া (৪৫), মিনু মিয়া (৪০), রেজাউল করিম (৩৫), আব্দুর রাজ্জাকের স্ত্রী খাদিজা খাতুন (৩৫), আবু সাঈদের ছেলে এশারত আলী (২৮), বাবু মিয়ার ছেলে বিতান আলী (১৯), লিটনের মেয়ে আন্না খাতুন (২৫) এবং এশারত আলীর স্ত্রী লাবনী খাতুন (২২)সহ অন্যান্যরা সংঘবদ্ধ ভাবে এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী জুলেখা বেগম অভিযোগে জানান, সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সুজাপুর মৌজায় তার স্বামীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত প্রায় ২০ শতক জমির মধ্যে ১২ শতক জমিতে পূর্ব পরিকল্পিত ভাবে জোরপূর্বক টিন ও বাঁশ দিয়ে বসতবাড়ি নির্মাণ শুরু করে অভিযুক্তরা। এতে বাধা দিতে গেলে বাবু গংয়ের নির্দেশে তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় এবং একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে ভয়ভীতি দেখিয়ে জমি দখল করা হয়। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”






