রাজশাহীতে মা’দকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ডিবি, বোয়ালিয়া ও রাজপাড়া থানা ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় ৩৭ পিস ইয়াবা, ৩১৯ গ্রাম গাঁজা এবং নগদ ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো. সোলেমান হোসেন ওরফে সালাউদ্দিন (২০), মো. ইসমাইল হোসেন ওরফে সবুজ (২৬), মো. ডালিম শেখ (৪৮), মো. আসিক (২২), মো. নাহিদ (৩১), মো. হানিফ (৪০) ও মো. রাব্বি (২১)।
পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ১২টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে সোলেমান ও ইসমাইলকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা এবং নগদ টাকা উদ্ধার হয়। এছাড়া বোয়ালিয়া থানার বিভিন্ন এলাকায় ডালিম, নাহিদ ও আসিককে, রাজপাড়া থানার পৃথক অভিযানে হানিফ ও রাব্বিকেও মাদকসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই মাদক বিক্রির উদ্দেশ্যে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।






