নওগাঁর মহাদেবপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-৩ আসনে বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের নিকট থেকে উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নওগাঁ-৩ আসনে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।
অপরদিকে বুধবার সন্ধ্যায় একই কার্যালয় থেকে নওগাঁ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ফরম সংগ্রহ শেষে প্রার্থীরা শুভেচ্ছা ও দোয়া বিনিময় করেন।






