নওগাঁ সাপাহারে কোটি টাকা নিয়ে উধাও ‘গ্রাম জনতা’ সমিতির এমডি

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে ‘গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হালিম কোটি টাকার বেশি গ্রাহকের আমানত নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। সমিতির অফিস বর্তমানে তালাবদ্ধ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ‘সহজ বিনিয়োগ প্রকল্প’ নামে স্কিম চালু করে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে এক কোটি টাকার বেশি টাকা সংগ্রহ করা হয়েছিল। কিছু গ্রাহক তাদের লভ্যাংশ চাইতে গেলে এমডি ও তাঁর সহযোগীরা কৌশলে আত্মগোপনে চলে যান।
ভুক্তভোগী মকবুল হোসেন জানান, তিনি নিজ ও আত্মীয়-স্বজনের ৯ লাখ টাকা সমিতিতে রেখেছিলেন। আরেক ভুক্তভোগী সালমা বেগম বলেন, “টাকা ফেরত না পেলে পরিবার নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে।”
প্রাথমিক খোঁজে জানা গেছে, আব্দুল হালিম সাপাহার উপজেলার কোচকুড়িলা গ্রামের অলিমুদ্দিনের ছেলে এবং আগে একটি বেসরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাচ্ছেন না।
সাপাহার উপজেলা সমবায় কর্মকর্তা এস. এম. জাহাঙ্গীর আলম বলেন, “ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে সমবায় আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রাহকরা প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ ও পলাতক এমডিকে আটক করে তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।






