শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

টুইট নিউজ ডেস্ক: শিশুদের প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে সরকার ও বেসরকারি খাতে সমন্বিত, প্রমাণভিত্তিক এবং টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে উন্নয়ন সংগঠন এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজিত জাতীয় শিশু নেতৃত্বাধীন গবেষণা উপস্থাপন ও সংলাপ অনুষ্ঠিত হয়।

“চিলড্রেন নো বেটার: মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন” প্রকল্পের অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর ও গোদাগাড়ি উপজেলা এবং রাজশাহী সিটি করপোরেশনের ২৫ জন শিশুনেতা গবেষণায় অংশগ্রহণ করে। তারা ফোকাস গ্রুপ ডিসকাশন, সাক্ষাৎকার ও স্থানীয় সিদ্ধান্তগ্রহণকারীদের সঙ্গে কী ইনফরম্যান্ট ইন্টারভিউয়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, সামাজিক প্রতিবন্ধকতা, সেবার সীমাবদ্ধতা ও প্রতিরোধের পথ চিহ্নিত করে।

প্রধান অতিথি এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ন সচিব) আনোয়ার হোসেন শিশুনেতাদের গবেষণাকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, “শিশুদের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্য বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। সরকারি-বেসরকারি সমন্বয়ে শিশু সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব।”

এসিডির নির্বাহী সভাপতি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান সভাপতিত্বে প্যানেল আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কাজী মারুফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের এমএম মাহমুদউল্লাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মোছা. কানিজ তাজিয়া শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, জাতীয় কর্মপরিকল্পনা অনুসরণ ও মাঠ পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

শিশু নেতাদের গবেষণা প্রতিবেদনে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন, জাতীয় হেল্পলাইন ১০৯-এর কার্যকর ব্যবহার, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার ও ভিকটিম সাপোর্ট জোরদার, গণপরিবহন ও জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং শিশু অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিডি ও অ্যাকপেট ইন্টারন্যাশনাল, অ্যাকশন এইড, প্ল্যান ইন্টারন্যাশনাল, ব্রিটিশ কাউন্সিল, নেটজেড বাংলাদেশ, ইনসিডিন বাংলাদেশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গবেষকরা।