রাজশাহী-৬ আসনে বিএনপি প্রার্থী চাঁদের মনোনয়নপত্র উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবু সাইদ চাঁদের পক্ষে বৃহস্পতিবার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। চারঘাট উপজেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল প্রস্তাবক হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, চারঘাট পের বিএনপির সভাপতি নাজমুল হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন।
জাকিরুল ইসলাম বিকুল বলেন, চাঁদ চারঘাট-বাঘার খেটে খাওয়া মানুষদের হৃদয়ের নেতা। তিনি নিজের স্বার্থ নয়, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন। এছাড়া তিনি এলাকার মানুষের কথা বলার সময় অনেক সময় জেলেও ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদকে নির্বাচনে বিজয়ী করবেন চারঘাট-বাঘার মানুষ।






