গোদাগাড়ীতে জিবিভি প্রতিরোধে প্রশাসনের সাথে সংলাপ  

নিজস্ব প্রতিবেদেক: রাজশাহীর গোদাগাড়ীতে জেন্ডার–ভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুবদের সাথে উপজেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সচেতন সোসাইটি বাস্তবায়িত জিবিভি প্রতিরোধ প্রকল্পের আওতায় বিজয়নগর দীপশিখা এনজিওর মিটিং রুমে এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কিশোর-কিশোরী ও যুব ক্লাবের সদস্য, অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুলি মানিক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিবিভি প্রতিরোধ প্রকল্পের সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ফোকাল পারসন মোঃ মহসিন আরশ।

সংলাপে কিশোর-কিশোরী ও যুব ক্লাবের অন্তর্ভুক্ত ১৫টি কমিটির পক্ষ থেকে শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও সদস্যরা তাদের বাৎসরিক জিবিভি প্রতিরোধ পরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পনা বাস্তবায়নের পথে যে সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, তা তুলে ধরে তারা সরকারি সহযোগিতা কামনা করেন।

বাৎসরিক পরিকল্পনায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ, পারিবারিক ও যৌন নির্যাতন প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্থানীয় সড়ক সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পায়। কিশোর-কিশোরীরা জানান, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও বাল্যবিবাহ ও শিশু শ্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। এসব সামাজিক সমস্যার সমাধানে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে তারা মত দেন।

সংলাপে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুলি মানিক বলেন, কিশোর-কিশোরী ও যুবদের এই উদ্যোগ সমাজ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দপ্তরের কার্যক্রমের সাথে এসব উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, যুবদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, আত্মকর্মসংস্থানে ঋণ সুবিধা এবং যুব সংগঠন গঠনের সুযোগ রয়েছে। দপ্তরের নীতিমালার মধ্যে থেকে যৌক্তিক সব উদ্যোগে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা বা যৌন নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সংলাপ সভায় গোদাগাড়ী প্রেস ক্লাবের প্রতিনিধিবৃন্দ, দীপশিখা এনজিওর প্রতিনিধি, অভিভাবক ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সার্বিক আয়োজন ও বাস্তবায়নে সহায়তা করেন প্রকল্পের ফ্যাসিলিটেটর রইস হেমব্রম, আবুল হাসে ও সেলিম রেজা।

উল্লেখ্য, জিবিভি প্রতিরোধ প্রকল্পটিতে আর্থিক সহায়তা প্রদান করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশ।