লন্ডনের হাউস অব লর্ডসে সম্মানিত ড. ওয়ালী তসর উদ্দিন

শহিদুল ইসলাম: বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের হাউস অব লর্ডসে আয়োজিত অনুষ্ঠানে স্কটল্যান্ডে বাংলাদেশের সম্মানসূচক কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই-কে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
১৬ ডিসেম্বর ২০২৫ হাউস অব লর্ডসের কমিটি রুম–১ এ নর্থ্যাম্পটন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস চেম্বারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লর্ড, সংসদ সদস্য, কাউন্সিলর, ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে কমিউনিটি উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ড. ওয়ালী তসর উদ্দিনের অবদানের প্রশংসা করেন।
ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই তাঁর বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ–যুক্তরাজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।






