নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

টুইট নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের দেওয়া উপদেশকে অযাচিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই এগোচ্ছে, এ বিষয়ে প্রতিবেশী দেশের নসিহতের প্রয়োজন নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। আদালতে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি পাশের দেশে বসে উসকানিমূলক বক্তব্য দিলে বাংলাদেশ অবশ্যই আপত্তি জানাবে এবং তাকে ফেরত চাওয়াও স্বাভাবিক।

তিনি বলেন, গত ১৫ বছরে বিতর্কিত নির্বাচনগুলোতে ভারত কোনো আপত্তি তোলেনি। অথচ এখন বাংলাদেশ ভালো নির্বাচনের পথে এগোলে উপদেশ দেওয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

দুদেশের হাইকমিশনার তলব-পাল্টা তলব প্রসঙ্গে তিনি বলেন, এটি কূটনৈতিক অঙ্গনে অস্বাভাবিক কিছু নয়। মতপার্থক্য থাকতেই পারে।

ভারতের ‘সেভেন সিস্টারস’ নিয়ে মন্তব্যের বিষয়ে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না এবং কাউকে আশ্রয়ও দেবে না। এছাড়া মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ভারতের ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টাও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।