সুজানগরে শিশু ধ’র্ষণ চেষ্টার মামলার পলাতক আসামি বহাল তবিয়তে সরকারি বাগান মালি

এম এ আলিম রিপন, সুজানগর: পাবনার সুজানগরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা থাকা সত্ত্বেও অভিযুক্ত মোঃ শাহজাহান আলী এখনও সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের বাগান মালি হিসেবে চাকরি করছেন। তিনি পুলিশের কাছে পলাতক।
ঘটনা ৭ ডিসেম্বর ঘটে, যখন সুজানগর পৌরসভার ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ৭ বছরের ছাত্রীকে চালতা ফল কিনে দেওয়ার প্রলোভনে বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করেন। এক অভিভাবক ভিডিও ধারণ করলে শাহজাহান পালিয়ে যান। শিশুটির পিতা ৮ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।
মামলার পরও অভিযুক্তকে গ্রেপ্তার না করে ৯ ডিসেম্বর ইশ্বরদী সামাজিক বনায়ন কেন্দ্রে বদলি করা হয় এবং ১০ ডিসেম্বর থেকে সে সেখানে যোগদান করেছেন। বিদ্যালয় প্রধান শাহনাজ পারভিন অভিযোগ করেছেন, এর আগে অন্য একটি মেয়ের ওপরও শাহজাহানের শ্লীলতাহানি অভিযোগ ছিল।
পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, তদন্তকারী কর্মকর্তা জিএম শফিউজ্জামান দ্রুত তদন্ত রিপোর্ট দেবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা ও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
সুজানগর থানার ওসি ফইম উদ্দিন জানিয়েছেন, অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, জামিন না থাকা সত্ত্বেও কীভাবে তিনি চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন, আইন অনুযায়ী বিচার চাওয়া হচ্ছে।






