নলডাঙ্গায় ক্যাডেট মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গা পৌরসভায় অবস্থিত নূরুল কোরআন নূরানী সালাফিয়্যাহ ক্যাডেট মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল ওহাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মাওলানা কাওছার হামিদ, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা রবিউল ইসলাম রুমি, আলহাজ মনতাজ আলী, আব্দুল মান্নান সরদার, মাওলানা মো. হাফেজ শরিফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মাওলানা মো. এরশাদুল্লাহ এবং নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের নলডাঙ্গা প্রতিনিধি রাসেল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠার আহ্বান জানান এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সাফল্য আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।






