২৫ ডিসেম্বর হবে বাংলাদেশের আরেকটি নতুন ইতিহাস: মিলন

নিজস্ব প্রতিবেদক: ২৫ ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি নতুন ও ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা–মোহনপুর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে পবা উপজেলার বিলধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিলধর্মপুর জনকল্যাণ যুব সংঘের আয়োজনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট মিলন বলেন, ১৮ বছর আগে মঈনউদ্দীন–ফখরুদ্দীন সরকারের সময়ে তারেক রহমানকে আটক করে নির্যাতন করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন। তিনি অভিযোগ করেন, পতিত সরকারের সময় নানা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মিলন।
তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতা সহজে আসেনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
এডভোকেট মিলন আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। তিনি জানান, তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে বিএনপি।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড চালু, বেকারত্ব হ্রাস, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কার, সড়ক উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। বক্তব্যের শেষদিকে তিনি ধানের শীষ প্রতীকের জন্য সবার দোয়া কামনা করেন।
বিলধর্মপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুরশেদ আলী মাস্টার, দর্শনপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান রমজান আলী, প্যানেল চেয়ারম্যান আজাদ আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, যুবদল নেতা কামারুজ্জামান মাস্টার, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, দর্শনপাড়া ইউপি সদস্য রহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষপর্বে রাতে উজ্জ্বল হোসেনের রচনা ও পরিচালনায় ‘অন্যায়ের প্রতিবাদ’ শীর্ষক একটি নাটক মঞ্চস্থ হয়।






