বান্দরবানে সেনা উদ্যোগে ৩৫০ পরিবারে শীতের কম্বল বিতরণ

বান্দরবানে সেনা উদ্যোগে অসহায় ৩৫০ পরিবারে শীতের কম্বল বিতরণ।
অসীম রায় (অশ্বিনী): বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে গরীব, নিরীহ ও অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। সেনা রিজিয়ন ব্রিগেড ৬৯ পদাতিকের উদ্যোগে আজ বুধবার (১৭ ডিসেম্বর) বান্দরবান সেনা এমডিএস প্রশিক্ষণ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত ৩৫০টি অসহায় পরিবারকে শীতের নিত্যপ্রয়োজনীয় কম্বল প্রদান করা হয়, যা শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন ব্রিগেড ৬৯ পদাতিকের মেজর পারভেজ রহমান, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন রিজিয়ন ব্রিগেডের স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা এবং স্থানীয় সুবিধাভোগী সাধারণ মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর পারভেজ রহমান বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। আজ গরীব, নিরীহ ও অসহায় ৩৫০ পরিবারকে শীতের কম্বল বিতরণ করা হয়েছে, যাতে সবাই আনন্দ ও স্বস্তির সঙ্গে শীতকাল কাটাতে পারে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
কম্বল বিতরণ শেষে আগত সুবিধাভোগীদের মাঝে অনুদান হস্তান্তর করা হয়। মানবিক এই উদ্যোগে সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।






