নওগাঁয় জাতীয় পার্টির প্রস্তুতি সভা পণ্ড, অফিসে ভাঙচুর ও অগ্নি’সংযোগ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁয় জাতীয় পার্টির একটি প্রস্তুতি সভা পণ্ড করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় দলটির জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উকিলপাড়ায় জাতীয় পার্টির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভার উদ্দেশ্যে নেতাকর্মীরা সেখানে জড়ো হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
পরে ছাত্ররা অফিস কক্ষে ঢুকে দলীয় প্রতীক লাঙ্গল ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছবি ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি অভিযোগ করে বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই বৈঠক হচ্ছিল। তাই তারা সভায় বাধা দেন।
এ ঘটনায় বক্তব্য জানতে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে সদর থানার ওসি মো. নিয়ামুল হক জানান, তিনি ব্যস্ত রয়েছেন, পরে কথা বলবেন।






