যথাযোগ্য মর্যাদায় বরেন্দ্র কলেজে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় বরেন্দ্র কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
পরে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।







