মনোনয়ন ফরম কেনার পরই গ্রেপ্তার শ্রীপুরের সাবেক যুবলীগ নেতা

টুইট নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের পরপরই মাগুরার শ্রীপুর উপজেলার এক সাবেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লা হোসেন মিয়া ওরফে কুটি। তিনি মাগুরা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পরপরই তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
ওসি আশিকুর রহমান জানান, মিয়া কুটিকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমানে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা ও নাশকতার মামলার আসামি মিয়া কুটি। সেই মামলাগুলোর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এম বি বাকের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া একই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন।






