চিলির নতুন প্রেসিডেন্ট কাস্ত, শপথ গ্রহণ ১১ মার্চ ২০২৬

বিশ্ব ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী প্রার্থী হোসে অ্যান্টোনিও কাস্ত জয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি ক্ষমতাসীন মধ্য-বামপন্থী জোটকে পরাজিত করে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
রোববার (১৪ ডিসেম্বর) প্রায় সব ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যায়, কাস্ত প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক শ্রমমন্ত্রী জ্যানেট জারা, যিনি কমিউনিস্ট পার্টির রাজনীতিক এবং ক্ষমতাসীন মধ্য-বাম জোট ইউনিটি ফর চিলি-এর প্রার্থী ছিলেন।
নির্বাচনী ফলাফল গণনা শেষে-
হোসে অ্যান্টোনিও কাস্ত (রিপাবলিকান পার্টি): প্রায় ৫৮.১৬% ভোট।
জ্যানেট জারা (Jeannette Jara, কমিউনিস্ট পার্টি ও ইউনিটি ফর চিলি জোট): প্রায় ৪১.৮৪% ভোট।
ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই জ্যানেট জারা ও তার জোট পরাজয় স্বীকার করে নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জারা বলেন, “যারা আমাদের সমর্থন করেছেন এবং আমাদের প্রার্থিতা থেকে অনুপ্রাণিত হয়েছেন, তাদের আশ্বস্ত করতে চাই—আমরা দেশের মানুষের জন্য আরও ভালো জীবন গড়তে কাজ করে যাব। আমরা সব সময়ের মতো একসঙ্গে ও দৃঢ়ভাবে পাশে থাকব।”
এই নির্বাচনী ফলাফল লাতিন আমেরিকায় কট্টর ডানপন্থী রাজনীতির সাম্প্রতিক উত্থানের ধারাবাহিকতাকেই তুলে ধরছে। গত কয়েক বছরে আর্জেন্টিনা ও ইকুয়েডরের মতো দেশেও একসময় রাজনৈতিক বহিরাগত হিসেবে বিবেচিত ডানপন্থী নেতারা ক্ষমতায় এসেছেন। কাস্ত ১১ মার্চ ২০২৬-এ শপথ নেবেন।
৫৯ বছর বয়সী রিপাবলিকান পার্টির নেতা হোসে অ্যান্টোনিও কাস্তের জন্য এই জয় একটি বড় রাজনৈতিক প্রত্যাবর্তন। তিনি ২০২৫ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই প্রথমবারের মতো নির্বাচনে বিজয়ী হলেন।






