বরেন্দ্র কলেজে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণে রাজশাহীর বরেন্দ্র কলেজে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. আব্দুল জব্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার সাহা। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইফফাত আরা রাকা, সহকারী অধ্যাপক আনোয়ারুস সাদাত ও প্রভাষক ওয়ালী মোহাম্মদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা বিভাগের শিক্ষক মামুনুর রশিদ। এ ছাড়া দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বরেন্দ্র কলেজের সাতজন শিক্ষার্থীকে দীক্ষা প্রদানের মাধ্যমে রোভার স্কাউটিংয়ের সদস্য করা হয়।






