অগ্নি-দগ্ধ দুই মুরং শিশুর পাশে সেনাবাহিনী

সেনাবাহিনীর মানবিক তৎপরতা!য় অগ্নিদগ্ধ দুই মুরং শিশুর চিকিৎসা
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম জারুল ছড়ি পাড়ায় অগ্নিদগ্ধ হয়ে আহত মুরং সম্প্রদায়ের দুই শিশু পাওঙি ম্রো (৫) ও তর্ম ম্রো (৫)-এর চিকিৎসায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়নের সহায়তায় শিশু দু’জনকে সিভিল অ্যাম্বুলেন্সে করে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এমডিএস, বান্দরবান সামরিক হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলমান রয়েছে।
থানচি উপজেলার দুর্গম জারুল ছড়ি পাড়া এলাকায় বসবাসরত মুরং সম্প্রদায়ের দুই শিশু অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে সেনাবাহিনী।
রবিবার (১৪ ডিসেম্বর) বান্দরবান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো’র নেতৃত্বে, অগ্নিদগ্ধ শিশু পাওঙি ম্রো (৫)—মেনয়া ম্রো’র ছোট বোন এবং তর্ম ম্রো (৫)—ভাতিজাকে সেনাবাহিনীর সর্বাত্মক সহায়তায় সিভিল অ্যাম্বুলেন্সে করে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এমডিএস, বান্দরবান সামরিক হাসপাতালে আনা হয়।
এসময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক মোহাম্মদ সরফরাজ হায়দার, এমপিএইচ। সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুদের উন্নত চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।






