বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : রাজশাহী বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবীসহ নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ। বুদ্ধিজীবীদের নির্মূল করে এ জাতিকে চিরতরে পঙ্গু করে দেওয়াই ছিল এই নৃশংসতার মূল উদ্দেশ্য।

রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তিনি রাজশাহীর ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় প্রথম শহীদ ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা এবং দেশের প্রথম শহীদ মিনারও নির্মিত হয়েছিল রাজশাহী কলেজে।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করার উদ্দেশ্য শুধু অতীতকে স্মরণ নয়, বরং ভবিষ্যতে দেশ ও জাতির প্রয়োজনে আত্মত্যাগে প্রস্তুত থাকা। নবীন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাঙালির ইতিহাস শুধু ১৯৭১ নয়, প্রায় পাঁচ হাজার বছরের সভ্যতার ইতিহাস জানার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন এবং শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।