পাবিপ্রবি এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাগত ও গবেষণা সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। রোববার সকালে পাবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাবিপ্রবির পক্ষে উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুল-আওয়াল এবং ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাসানরি হানাওয়া স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদার হবে। এর আওতায় পাবিপ্রবির শিক্ষার্থীরা জাপানের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে উপাচার্য ড. এস. এম. আব্দুল-আওয়াল বলেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার দিনে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মেধা গঠনের অঙ্গীকার করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাসানরি হানাওয়া বলেন, এই সমঝোতার মাধ্যমে শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করা হবে, যা উভয় প্রতিষ্ঠানের জন্যই লাভজনক হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. শামীম আহসানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ‘রিসার্চ অপরচুনিটিজ বিটুইন পাবিপ্রবি অ্যান্ড ইউনিভার্সিটি অব ইয়ামানাশি, জাপান’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।