রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদ (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) উম্মে ফাতিমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এস. এম. আল মতিন, উপ সহকারী প্রকৌশলী মো: আলেফ আলী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।