রাজশাহীতে ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বাসাবাড়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা সদর গোল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ছিল গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ কমিটি।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস। বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, অতিরিক্ত বিল আসে, রিচার্জের পরও ইউনিট না পাওয়া, সার্ভার সমস্যা ও ব্যবহার জটিলতা দেখা দেয়।
বক্তারা জানান, জরিপ ছাড়া গ্রাহকদের ওপর জোরপূর্বক মিটার চাপিয়ে দেওয়া হবে না এবং দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন করা হবে। মানববন্ধনের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, “আগে টাকা, পরে বিদ্যুৎ” নীতি মেনে নেওয়া হচ্ছে না, যা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।






