বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাকিব আনজুম চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান, রেজিস্ট্রার, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এক মিনিট নীরবতার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্যে প্রফেসর ড. মো. ফয়জার রহমান বলেন, ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী রাজাকার ও আল-বদরের সহায়তায় প্রথিতযশা বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, পেশাগত নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বেও জোর দেন।