আরএমপি’র উদ্যোগে হারানো ৮৭টি মোবাইল ফোন মালিকের কাছে ফেরত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার করা ৮৭টি হারানো মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান। উদ্ধারকৃত ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারানো হয়েছিল।
পুলিশ কমিশনার অনুষ্ঠানে বলেন, পুলিশ শুধু দৃশ্যমান আইনশৃঙ্খলা রক্ষার কাজই করে না, বরং নাগরিকের জীবন ও সম্পদ রক্ষায় নানা প্রযুক্তিনির্ভর উদ্যোগও নেয়। তিনি মাদকবিরোধী কার্যক্রম এবং নাগরিক সহযোগিতার গুরুত্বেও জোর দেন।
মোবাইল ফোন ফেরত পাওয়া মালিকরা আরএমপি’র উদ্যোগের প্রশংসা করে বলেন, এই উদ্যোগে হারানো সম্পদ ফিরে পাওয়ার পাশাপাশি জনগণের আস্থা পুলিশের প্রতি আরও দৃঢ় হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম, এবং অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।






