রাজশাহী বাগমারা তাহেরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে এবং ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক মেয়র ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ. ন. ম. সামসুর রহমান মিন্টুর নির্দেশনায় এবং সাবেক পৌর বিএনপির আহ্বায়ক কাইজার আলীর সভাপতিত্বে শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় হরিতলা এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি তাহেরপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হরিতলায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা নাছিম রেজা সুজন, আব্দুল হালিম ও রাসেল ফরাসী। এছাড়া কৃষকদলের আহ্বায়ক আলাল ও সদস্য সচিব আজিম আলামিন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক সোহেল সরদার, তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাসার, বর্তমান আহ্বায়ক ওহাব সরদার ও সদস্য সচিব রাশেদুল ইসলাম শুভসহ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।