রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ।
শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর গণঅধিকার পরিষদের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সোনাদিঘী মোড় পর্যন্ত যায়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সদস্য সচিব মো. আব্দুল বাতেন বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মহানগর যুগ্ন সদস্য সচিব আরদেশ আলী রানা, কার্যকরী সদস্য আব্দুল কুদ্দুস, এসারুল, যুব অধিকার পরিষদের সভাপতি মো. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মো. মেহেদি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি তাহমিদ জ্যাকি, সাংগঠনিক সম্পাদক সাকিব ও দপ্তর সম্পাদক ইসমাইলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মিছিল শেষে সাহেব বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “একজন নির্বাচনী প্রার্থীর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”
বক্তারা আরও বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা ও সন্ত্রাসী তৎপরতা দেশের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।






