জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার

টুইট ডেস্ক: দুই সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছে বুলগেরিয়ার সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী রোজেন ঝেলিয়াজকভ এ ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির কয়েক মিনিট আগে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন রোজেন।

এর আগে, দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারবিরোধী বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। রাজধানী সোফিয়া ছাড়াও বিভিন্ন শহরেও ডাক ওঠে সরকারের পদত্যাগের। ফলস্বরুপ ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মাথায় পদত্যাগের ঘোষণা দেয় বুলগেরিয়া সরকার।

গেল সপ্তাহে ২০২৬ সালে বাজেট পরিকল্পনা পেশ করে দেশটির সরকার। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জেরে যা প্রত্যাহার করা হয়।

সীমিত ক্ষমতাপ্রাপ্ত বুলগেরিয়ান প্রেসিডেন্ট এখন পার্লামেন্টের দলগুলোকে একটি নতুন সরকার গঠনের চেষ্টা করতে বলবেন। যদি তারা তা করতে অক্ষম হয়, তবে নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য তিনি একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করবেন।