বান্দরবানে সেনা অভিযানে সেগুন কাঠ জব্দ

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ!
অসীম রায় (অশ্বিনী): বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আলীকদম সেনা জোনের নির্দেশনায় একটি বিশেষ টহল দল লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের চুচিলা মার্মা পাড়ায় অভিযান পরিচালনা করে।
গোপন সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ২৫০ সিএফটি বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকার বেশি। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংগঠিত পাচারকারী চক্র সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ কাঠ পাচার করে আসছিল।
সেনাবাহিনী জানিয়েছে, অবৈধ কাঠ পাচারের অর্থ প্রায়ই অসামাজিক ও অবৈধ গোষ্ঠীর নিকট প্রবাহিত হয়, যা স্থানীয় নিরাপত্তা, পরিবেশ এবং আইন-শৃঙ্খলার জন্য বড় হুমকি। অভিযানের ফলে পাচারকারী চক্র বড় আর্থিক ও কৌশলগত ধাক্কা খেয়েছে।
জব্দকৃত কাঠ ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর করা হয়েছে। আলীকদম সেনা জোন জানিয়েছে, পরিবেশ ধ্বংস, অর্থনৈতিক অপরাধ ও রাষ্ট্রবিরোধী যে কোনো তৎপরতা দমনে সেনাবাহিনী সবসময় কঠোর অবস্থানে থাকবে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
সেনা জোন এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে এবং শান্তি-শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।






