আন্তর্জাতিক পর্বত দিবসে বান্দরবানে মিনি ম্যারাথন

বান্দরবানে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম চ্যালেঞ্জিং পাহাড়ি মিনি ম্যারাথন।
অসীম রায় (অশ্বিনী): আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবানে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী পাহাড়ি মিনি ম্যারাথন প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবান সদরের রাজার মাঠ থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।
ঐতিহাসিক রাজার মাঠ থেকে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উঁচু–নিচু, আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে পাঁচ কিলোমিটার অতিক্রম করে মেঘলা এলাকায় পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
দৌড়বিদরা জানান, আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যের এই আয়োজন ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। পাহাড়ি কঠিন পথ পেরিয়ে দৌড়ে জেলা পরিষদে পৌঁছাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
এবারের প্রতিযোগিতায় মোট ১৫০ জন অংশ নেন—যার মধ্যে ৩০ জন নারী প্রতিযোগী। নারী, ৪৫ বছরের নিচে ও ৪৫ বছরের ওপরে—এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা ও দর্শকরাও এ আয়োজনে খুশি।
সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর, সদস্য মোহাম্মদ আবুল কালাম, উবাথোয়াই মারমা, নাছির উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়াবিদরা।
আয়োজকদের মতে, পাহাড়ের সৌন্দর্য, বৈচিত্র্য এবং পর্বত রক্ষায় জনসচেতনতা বাড়াতেই এই বিশেষ আয়োজন।






