যশোরে এমটিবি’র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে যশোরে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন
যশোর প্রতিনিধি: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের যৌথ উদ্যোগে সম্প্রতি যশোরে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়িত এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এই কর্মসূচিতে ২৫ জন উদ্যোক্তা নিবন্ধিত হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। তিনি কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, এই ধরনের উদ্যোগ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করে তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে এবং আনুষ্ঠানিক খাত থেকে অর্থায়ন ও আর্থিক সেবা গ্রহণের যোগ্যতা অর্জনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমটিবি’র এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে। তিনি সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই সময়োপযোগী কর্মসূচি আয়োজনে তাদের সহযোগিতার প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যাংকিং বিভাগের প্রধান আবদুল মাননান এবং এসআইসিআইপি’র উপ-প্রকল্প পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। তারা কর্মসূচির সুযোগ-সুবিধা ও উপকারিতা নিয়ে আলোচনা করেন।
এই নিবিড় কর্মসূচিটি উদ্যোক্তাদের ব্যবস্থাপনা দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং আর্থিক সাক্ষরতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। উদ্যোক্তারা যাতে তাদের ব্যবসা বৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়ন সহজে পেতে পারেন, তার বাস্তবিক চিত্র তুলে ধরা হয়েছে।এসআইসিআইপি প্রোগ্রামটি বাংলাদেশের শিল্প খাতের প্রতিযোগিতামূলকতা বাড়াতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, নারী ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়ন এবং সবুজ উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এরকম কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলে অন্যান্য ব্যাংকের সহযোগিতায়ও চলমান রয়েছে, যা সামগ্রিকভাবে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে।
এমটিবি দীর্ঘদিন ধরে এসএমই খাতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং এই উদ্যোগ তারই ধারাবাহিকতা। কর্মসূচির মাধ্যমে যশোর অঞ্চলের উদ্যোক্তারা নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে।






