সশস্ত্র দলে রিসোর্ট মালিক–ম্যানেজার অপহৃত, উদ্ধার হয়নি

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ, আজ বুধবার (১০ ডিসেম্বর) পর্যন্ত কোনো অগ্রগতি নেই|  রহস্য গভীর হচ্ছে।

নিজস্ব প্রতিনিধি: বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রের মেঘদুয়ারি রিসোর্টের মালিক বাবু কর্মকার (বা বাবুমণি কর্মকার) এবং ম্যানেজার মোহাম্মদ অভি অপহৃত হয়েছেন সোমবার (৮ ডিসেম্বর) রাতে। সেদিন রিসোর্ট থেকে মোটরসাইকেলে শহরে ফেরার পথে সশস্ত্র ১০–১২ জনের একটি দল তাদের পথরোধ করে জিম্মি করে নিয়ে যায়।

পরে অপহৃতদের ব্যবহৃত মোটরসাইকেলটি সড়কের পাশের জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার পর থেকে আজ বুধবার (১০ ডিসেম্বর) পর্যন্ত তাদের সম্পর্কে কোনো নতুন তথ্য কিংবা মুক্তিপণ দাবির তথ্য পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে একটি গ্রুপ রিসোর্ট মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। অপহৃত বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হলেও পরিবার বিষয়টি প্রকাশ করেনি। বর্তমানে তারা দুইজনের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রশাসনের ত্বরিত সহায়তা কামনা করেছেন।

অপহরণের পরদিন সকালেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে কারা এই অপহরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

ঘটনার পর অপহৃত মালিকের স্ত্রী মনি চৌধুরী বান্দরবান সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। পার্বত্য এলাকায় চাঁদাবাজি ও অপহরণের ঘটনা নতুন নয়, তবে এই ঘটনায় KNFসহ কোনো নির্দিষ্ট গ্রুপের নাম সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়নি। অপহৃতদের উদ্ধারে তিন দিনেও কোনো গ্রগতি না থাকায় পর্যটন শ্রেণিতে এবং স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।