প্রথম আলোর জরিপ বলছে: আসছে সরকারকে ঘিরে জনমনে উচ্চ আশা

টুইট ডেস্ক: দেশের অর্ধেকের বেশি মানুষ মনে করছেন, আগামী নির্বাচিত সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে মত প্রকাশের স্বাধীনতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-অন্য অনেক বিষয়ে সফল হবে। ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’ শীর্ষক এক গবেষণায় উঠে এসেছে এ চিত্র। জরিপটি পরিচালনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড।

জরিপে বলা হয়, ১০টি গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাচিত সরকার কতটা সফল হতে পারে-এমন প্রশ্নের উত্তরে বেশির ভাগ উত্তরদাতা ইতিবাচক মত দিয়েছেন। এর মধ্যে ৮টি ক্ষেত্রেই ৫০ শতাংশের বেশি মানুষ সফলতার আশা প্রকাশ করেছেন।

সবচেয়ে বেশি আস্থা দেখা গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, যেখানে অংশগ্রহণকারীদের প্রায় ৭৩ শতাংশ নির্বাচিত সরকারকে সফল মনে করছেন। মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সক্ষমতা আছে বলে মনে করছেন ৭০ শতাংশ, আর ৬৯ শতাংশের বেশি বলছেন-নতুন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে। নারীর চলাফেরায় নিরাপত্তা ও নিশ্চয়তা তৈরিতেও সফল হবে বলে প্রায় ৬৯ শতাংশ উত্তরদাতার বিশ্বাস।

এ ছাড়া ৬২ শতাংশের বেশি মানুষ মনে করেন, নতুন সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে সক্ষম হবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত নির্যাতন-নিপীড়ন এবং দুর্নীতি-লুটপাটের বিচার হবে বলে আশা প্রকাশ করেছেন যথাক্রমে ৫৭ ও ৫৪ শতাংশ উত্তরদাতা। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও সফলতার সম্ভাবনা দেখছেন প্রায় ৫৭ শতাংশ অংশগ্রহণকারী।

তবে আশার পাশাপাশি রয়েছে কিছু শঙ্কাও-বিশেষভাবে দুর্নীতি দমন প্রসঙ্গে বেশির ভাগ মানুষ মনে করেন, সেখানকার সফলতা ততটা সহজ হবে না। সামগ্রিকভাবে, গণমানুষের দৃষ্টিতে আগামী নির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশার পাল্লাই বর্তমানে বেশি ভারী।