রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনের সামনে মানববন্ধন শেষে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন (দুদক), বিভাগীয় কার্যালয় রাজশাহীর পরিচালক মোঃ ফজলুল হক।






