রাজশাহীতে ধানের শীষের পক্ষে ৩নং ওয়ার্ড বিএনপি’র গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-২ (বোয়ালিয়া) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী , মিজানুর রহমান মিনু পক্ষে ৩নং ওয়ার্ড বিএনপি গণসংযোগ করেছে।

মঙ্গলবার বিকেলে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সালমগীর হোসেন এর নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়াজির আলী উজির, রকিব হোসেন পিন্টু, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বজলুর রহমান কচি, সাধারণ সম্পাদক আতাউর রহমান।

আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, কৃষকদল রাজশাহী মহানগর যুগ্ম-আহ্বায়ক মোঃ মুজাহিদ ইসলাম ফিরোজ, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব আল ফেরদৌস জিন্না, ৩নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক রাজা,  সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল ক্বালাম আজাদ ক্বালাম, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম-সম্পাদক সৈয়দ রাশেল নান্টু, রাজন আলী, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আজাদ আলী, ত্রাণ সম্পাদক খোকন খান, অর্থ সম্পাদক রাকিব হোসেন, ধর্ম সম্পাদক লালন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।