বাগমারায় শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘের ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় জেল হত্যা দিবসে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় গোয়ালকান্দি ইউনিয়নের তালতলী বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক ফিতা কেটে এবং উদ্বোধনী ফলক উন্মোচন করে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘের কার্যালয়ের উদ্বোধন করেন।

১৯৯৬ সালে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘ প্রতিষ্ঠা করা হয়। স্থানীয় ইউপি সদস্য আবেদ আলী এবং তৎকালিন তাহেরপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি বদরুল হাসান লিটন এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তারা দুইজনের এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। প্রথমে টিন সেডের ঘরে এর কার্যক্রম শুরু হলেও দীর্ঘ সময় পর সেখানে নিজস্ব ভবন নির্মাণ করা হয়। সেই ভবনটি শুক্রবার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্যালয়ের সামনে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘের সভাপতি আবেদ আলী মোল্লার সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়। শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রাজুর পরিচালনায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদি প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সদস্য হাবিবুর রহমান মটর, আমজাদ হোসেন মৃধা।

এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন খাতুন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজমুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মনোয়ার বেগম, সাধারণ সম্পাদক আজতারা বিবি উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।