রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতির হ’ত্যাকাণ্ড, রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

টুইট নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটায় পূর্ব রহিমাপুর হিন্দুপল্লীর চাকলা শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।
সৎকারের আগে উপজেলা নির্বাহী অফিসার মনাব্বর হোসেন এবং তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিনের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের মরদেহে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এর আগে, দুপুরে নিহত দম্পতির বড় ছেলে সোভেন চন্দ্র রায় তারাগঞ্জ থানায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
রোববার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় নিজ বাড়ি থেকে যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরে বাড়ির প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।






