বান্দরবানে গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি শেষ

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হচ্ছে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

অসীম রায় (অশ্বিনী): বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হতে যাচ্ছে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। আজ ৮ ডিসেম্বর সোমবার জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এই তথ্য জানান।

তিনি জানান, আগামী ৯ ডিসেম্বর থেকে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এবারের প্রতিযোগিতায় বান্দরবানের সাতটি উপজেলা ফুটবল দল এবং বান্দরবান সদর ফুটবল দলসহ মোট আটটি দল অংশগ্রহণ করছে। আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী দলকে প্রদান করা হবে গোল্ডকাপ ট্রফি, আর অংশগ্রহণকারী সকল দলই পাবে আকর্ষণীয় পুরস্কার।

অধ্যাপক থানজামা লুসাই বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা, ক্রীড়ামুখী করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে জেলা পরিষদের আরও নানা ধরনের ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন—বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মুনসুর, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পরিষদের কর্মকর্তারা।