বান্দরবানে জেলা কর্মকর্তা সমিতির ৫ দফা দাবিতে স্মারকলিপি

বান্দরবান জেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতির ৫ দফা দাবিতে স্বারকলিপি প্রদান
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতি আজ জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে তাদের ৫ দফা দাবির স্বারকলিপি প্রদান করেছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সারাদেশে চালিত ৫ দফা দাবী আদায়ের উদ্যোগে বান্দরবান জেলা কমিটিও অংশ নিয়েছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টার বরাবরে স্মারকলিপি হস্তান্তর করেছে।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা কমিটির সভাপতি মোঃ হোসেন, সহসভাপতি লিটন পাল, উশৈমং মার্মা, উবানু মার্মা, উচপ্র মার্মা, সহসাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, উকায়াই চাক, চমং মার্মা ও খোকন তং প্রমুখ।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি বলেন, “জনগণের সেবা ও জন্ম-মৃত্যু নিবন্ধনের উপর গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। এ বিষয়ে কর্মকর্তারা আরও আন্তরিকভাবে পরামর্শ এবং দায়িত্ব পালন করুন।”
এদিন স্বারকলিপির মাধ্যমে জেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতি তাদের দাবির গুরুত্ব তুলে ধরেছেন এবং প্রশাসনের কাছ থেকে কার্যকর পদক্ষেপ আশা করেছেন।






