উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা

টুইট ডেস্ক: হেমন্তের আগমনী বার্তা দিয়ে উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা জনপথ।

সপ্তাহজুড়ে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করলে তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আজ রোববার (০৭ ডিসেম্বর) সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

এদিকে, গাইবান্ধায় কয়েকদিন ধরে শীত তীব্র আকার ধারণ করেছে। বিকাল থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশা ঢেকে রাখছে সড়ক ও জনপদ। কনকনে হাওয়া ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন খেটে দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল মানুষ।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ (রোববার) জেলায় সবনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা পড়ার সঙ্গে দিন দিন তাপমাত্রা কমে শীতের তিব্রতা আরও বাড়বে বলে জানান তিনি।