২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা

টুইট ডেস্ক: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পারফর্মিং আর্টস ইনস্টিটিউটে ফিফা এই ড্র সম্পন্ন করে। যেখানে ৪টি করে দল নিয়ে করা হয়েছে ১২টি গ্রুপ। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে জি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। আর ব্রাজিল আছে গ্রু সিতে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের গ্রুপ এইচ। তাদের সঙ্গে একই গ্রুপে আছে-কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।

এদিকে, ড্র শেষে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলছেন, অস্ট্রিয়া ভালো দল, যারা বাছাই পর্বে খুব ভালো করেছে। আমি আলজেরিয়ার প্রধান কোচকে ভালোভাবেই চিনি, এবং আমি জানি তারা কীভাবে খেলে। কঠিন প্রতিদ্বন্দ্বী হবে কারণ তাদের খেলোয়াড়দের মধ্যে হিংস্রতা রয়েছে। সত্যি বলতে জর্ডান সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই।

আর ব্রাজিল কোচ অ্যানচেলোত্তি বলেছেন, আমার মনে হয় বিশ্ব সুন্দর কিছু ম্যাচ দেখবে। ড্র তো ড্রই, এখানে সহজ দল বা গ্রুপ বলে কিছু থাকে না। আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে যাওয়ার চেষ্টা করবো।