পার্বত্য তিন জেলায় স্কুলে স্টারলিংক: পাহাড়ে ডিজিটাল শিক্ষার আলো

পার্বত্য তিন জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ। পাহাড়ের গায়ে বিশ্বের ডিজিটাল স্যাটেলাইট প্রযুক্তি।

অসীম রায় (অশ্বিনী): পার্বত্য তিন জেলা—বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। এ উদ্দেশ্যে তিনটি জেলার পার্বত্য জেলা পরিষদের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

এই চুক্তির আওতায় স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ধাপে ধাপে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ই-লার্নিং ব্যবস্থা চালু করা হচ্ছে। ফলে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবে; অংশ নিতে পারবে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট ও ভার্চুয়াল পাঠ কার্যক্রমে।

ভৌগোলিক দূরত্ব ও বিচ্ছিন্নতা দূর করে মূলধারার শিক্ষায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে তাদের জন্য।

সরকার পার্বত্য অঞ্চলে শিক্ষা ও প্রযুক্তি বিস্তারে দীর্ঘদিন ধরে উদ্যোগী। এ চুক্তিগুলো সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ, যা পাহাড়ে প্রযুক্তিনির্ভর শিক্ষার একটি নতুন অধ্যায় সূচনা করেছে।

চুক্তি স্বাক্ষরের ধারাবাহিকতা

বান্দরবান

২৭ নভেম্বর বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি অনুষ্ঠানে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান এবং জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

রাঙামাটি

এর আগে ১২ নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে বিএসসিএল ও জেলা পরিষদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং ড. ইমাদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

খাগড়াছড়ি

১১ নভেম্বর খাগড়াছড়ি সার্কিট হাউজে একই ধরনের চুক্তিতে স্বাক্ষর করেন বিএসসিএল প্রধান নির্বাহী ড. ইমাদুর রহমান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

চুক্তি স্বাক্ষরের পর তিন জেলার বিভিন্ন বিদ্যালয়ে দ্রুতগতিতে বসানো হচ্ছে স্টারলিংক সংযোগ।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিএসসিএল-এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মো. মহিউদ্দীন, জেলা পরিষদের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান বলেন, “এই চুক্তির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল।

পাহাড়ের গায়ে বিশ্বের ডিজিটাল স্যাটেলাইট প্রযুক্তি, এই প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের মাধ্যমে সরকার দক্ষ জনগোষ্ঠী গঠনে আরও একধাপ এগিয়ে গেল।”