আপনার লজ্জা করছে না, দেবলীনার ছবি দেখে ক্ষুব্ধ অনুরাগীরা
নিউজ ডেস্ক : পুলের ধারে বসে আছেন অভিনেত্রী দেবলীনা কুমার। মুখ দেখা যাচ্ছে না। পরনে কমলা রঙের বিকিনি। পেছন থেকে তোলা হয়েছে ছবিটি। গত কয়েক দিনে বিকিনি পরা এমনই একাধিক ছবি পোস্ট করেছেন তিনি।
বছরের শেষে স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘুরতে গেছেন দেবলীনা। সেখান থেকেই খোলামেলা বিভিন্ন ছবি পোস্ট করে চলেছেন অভিনেত্রী। যা নিয়ে রীতিমতো হইচই দর্শকমহলে।
সমুদ্র সৈকতে দেবলীনার এমন সাহসী অবতারের ছবিগুলো তুলছেন তার স্বামী। সেগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরাও সেসবে নেতিবাচক মন্তব্যের ঝড় বইয়ে দিচ্ছেন।
একের পর এক আপত্তিকর মন্তব্যে ভরে গেছে অভিনেত্রীর কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘প্রকাশ্যে এমন ছবি পোস্ট করতে লজ্জা করে না!’ কারো মন্তব্য, ‘আপনার শরীরে এত দাগ কেন?’ কেউ আবার লিখেছেন, ‘খোলামেলা ছবি পোস্ট করে অনুরাগী বাড়ানোর ধান্দা!’
যদিও কারো মন্তব্যেরই উত্তর দেননি দেবলীনা। তিনি নিজের মতো করেই একের পর এক ছবি প্রকাশ করেই যাচ্ছেন। যেকোনো বিষয়ে স্পষ্টবাদী হলেও ভক্তদের মন্তব্যের জবাবে নিরবই থেকেছেন।
উল্লেখ্য, সদ্য সিরিয়াল শেষ হয়েছে গৌরবের। ছোট পর্দার কাজ শেষ করার পর আপাতত পরিবারকে সময় দিচ্ছেন অভিনেতা। অন্যদিকে দেবলীনাও মাঝে বেশ কিছু দিন সিরিয়ালে অভিনয় করছিলেন। সেই সঙ্গে নাচ, পড়াশোনা— সবটাই চালাচ্ছেন। আপাতত ছোট পর্দা নয়, বড় পর্দার কাজেই মন দিয়েছেন তিনি।